সাংবাদিক আরিফুল ইসলামের হাতে বাগেরহাট জেলা প্রতিনিধি হিসাবে তুলে দেয়া হল দৈনিক প্রথমবার্তা ও ফকিরহাট নিউজ ২৪ এর পরিচয় পত্র।
মঙ্গলবার ফকিরহাট নিউজ ২৪ এর প্রধান কার্যালয়ে এই পরিচয় পত্র প্রদান করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকা”দৈনিক প্রথম বার্তা” বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক “আরিফুল ইসলাম”। দুইটি পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়ে “আরিফুল ইসলামকে” প্রেস কার্ড টি তুলে দেন ফকিরহাট ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফকিরহাট নিউজ২৪ এর সম্পাদক খান মোঃ আল আউয়াল (মনি) এবং সুযোগ্য সহসভাপতি ওবায়েদ হাসান রনি।
এসময় ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল (মনি) আরিফুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। দেশপ্রেম সততা ও নিষ্ঠার সাথে এই পেশার দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এদিকে “দৈনিক প্রথম বার্তা” বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার আরিফুল ইসলাম জানান – সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনলাইন ও প্রেস মিডিয়ায় সুনামের সহিত কাজ করছি। আজ থেকে নতুন করে যাত্রা শুরু করলাম ফকিরহাট নিউজ ২৪ এর সাথে। আগামীতেও যেন পূর্বের সুনাম ধরে রাখতে পারি এমন প্রত্যাশা করে বাগেরহাট বাসীর কাছে আমি দোয়াপ্রার্থী।