ইউরোপা লিগে গ্রুপ পর্বের চতুর্থ রাউন্ডের ম্যাচে তুলোসের মাঠে ৩-২ গোলে হেরে ধাক্কা খেয়েছিল লিভারপুল। আবার ঘুরে দাঁড়ালো তারা বড় জয়ে। বৃহস্পতিবার এলএএসকে লিঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ‘ই’ গ্রুপের এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট কেটেছে অলরেডরা। কডি গাকপো করেছেন জোড়া গোল। প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুল পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। আরেক ম্যাচে ইউনিয়ন সেন্ট গিলোইসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা তুলোস। তাদের পয়েন্ট ৮। মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলবে লিভারপুল। ১২তম মিনিটে জো গোমেজের ক্রসে হেড করে জাল কাঁপান লুইস দিয়াজ। মোহাম্মদ সালাহর পাস থেকে তিন মিনিট পর ট্যাপ ইন করে ব্যবধান বাড়ান গাকপো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লিভারপুলকে ৩-০ গোলে এগিয়ে দেন সালাহ। রেডদের হয়ে এটি তার ১৯৯তম গোল।