বাগেরহাটের ফকিরহাট বাজারের শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর পেছনে দেখা মিলেছে বিরল প্রজাতির এক হনুমানের। হনুমানটি আজ এখানে তো কাল অন্য জায়গা এভাবেই ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো খাবারের আশায় বসে থাকছে বিভিন্ন বাড়ির উঠানে। কোন কোন বাড়ি থেকে ফল খেতে দিচ্ছে এই হনুমানকে। আবার শিশু কিশোর থেকে শুরু করে উৎসুক জনতা ভিড় করছে এই হনুমানটি দেখার জন্য।
অনেক সময় হনুমানটি বিরক্ত হয়ে আক্রমণাত্মক ভাবে ধাওয়া দিচ্ছে এসব উৎসুক দর্শনার্থীদের। এভাবে হনুমানটির অবাধ বিচরণে যেকোনো সময় বাচ্চারা তার আক্রমণের শিকার হতে পারে মানুষ এমনটাই মনে করছেন বাড়ির অভিভাবকেরা। তাই বন্যপ্রাণী সংরক্ষণ বা বনবিভাগের দৃষ্টি কামনা করছেন সচেতন মহল। যাতে হনুমানটি কে ধরে এখান থেকে সরিয়ে বনে ছেড়ে দেয়া হয়।
রনি হাসান ফকিরহাট নিউজ 24