চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন হওয়ার পর থেকে ২৯ অক্টোবর থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন চলাচল করেছে। এই ৩১ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ৪ কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।