মোঃ মোস্তাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৬ লিটার দেশীয় মদসহ ০২ (দুই) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) শেখ শহিদুল ইসলাম(৩৫), পিতা-মৃত: শেখ শাহাবুদ্দিন, সাং-চর রূপসা, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ২) মোহাম্মদ আলী শেখ(২৮), পিতা-মৃত: ফরিদ শেখ, সাং-মুহসিন মোড়, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ৪৬ লিটার দেশীয় মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ টি মামলা রুজু করা হয়েছে।