ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা:
‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’- প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টায় আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজ সেবা কর্মকর্তা অতিশ সরদার, সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আফিয়া জান্নাত শান্তা ও জান্নাতুল ফেরদৌস যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। এছাড়া কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জাহিন মাহদিয়াত খান দ্বিতীয় ও শিরিন হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের খান আছিয়া তাবাচ্ছুম তৃতীয় স্থান অধিকার করেন।