ফকিরহাটের ইউএনওর অপসারণের দাবী বিএনপির

ফকিরহাট প্রতিনিধি:
ফকিরহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন এর অপসারণের দাবীতে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফকিরহাট ডাকবাংলো মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদে যেয়ে শেষ হয়।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পূর্নবাসনে কাজ করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন। এজন্য ইউএনওকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজেলা বিএনপিসহ সকল সহযোগী সংগঠন নেতাকর্মীরা।

এসময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারমান কামরুল ইসলাম গোরা, ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহিদুল আলম, যুগ্ম আহবায়ক এম এ আউয়াল,শেখ গোলাম মোস্তফা, , খান লিয়াকত আলী, কবির আহমেদ, বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান সিরাজুল ইসলাম,শেখ মিজানুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক শেখ আঃ সালাম,ফকিরহাট উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম,কাজী মনিরুজ্জামান টুটুক,মোদ্দাসের মল্লিক,যুবনেতা শেখ নওশের,মনজুর,মিলন,আলামিন,রানা চেংঙ্গিস,কৃষক দলের আহবায়ক শেখ ফিরোজ,যুগ্ম আহবায়ক টিটুল কাজি,মৎস্যজীবি দলের সভাপতি খান শহিদুল ইসলাম,সহ সভাপতি শেখ হারুন অর রশীদ,সাধারন সম্পাদক আব্দুর রহমান লাচ্চু,সহ সাধারন সম্পাদক মিন্টু মোড়ল,ছাত্র নেতা শাহরিয়ার রাব্বি,ইমরান,শষি,কারিম
সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আহবায়ক সদস্য সচিব ও নেতা নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন জানান, গত সোমবার উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক সভায় ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত ব্যক্তিবর্গ দলীয় বিবেচনায় আমন্ত্রণ জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে জানিয়েছে আইন শৃঙ্খলা সভায় কারা থাকবে। তবে আমরা সামনের মাসে আইন শৃঙ্খলা সভায় সকল সুধীজনদের আমন্ত্রণ জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি বা সিলেক্ট করা যাবে না।