ফকিরহাটের ইউএনও এর অপসারণ দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল


বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ইউএনও এর অপসারণ দাবীতে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় মিছিলটি ফকিরহাট ডাকবাংলো থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে যেয়ে শেষ হয়।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পূর্নবাসনে কাজ করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন। এজন্য উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণের দাবি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উপজেলা বিএনপি সহ সকল সহযোগী সংগঠন নেতাকর্মীরা।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইফতেখার আহমেদ পলাশ, যুবদলের আহবায়ক মুশফিকুর জামান রিপন, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোল্লা রাজু আহমেদ, শেখ আলমগীর কবির, কুট্টি মল্লিক, কামরুজ্জামান কাম, মঈনউদ্দিন মেরু, শরিফুল ইসলাম, বিএনপি নেতা শেখ শাহিদুর রহমান, ফকির মোবারক,

আবু সুফিয়ান, মীর মোশারফ, জাকির মোল্লা,কামরুজ্জামান,ইনামূল শেখ,জাহাঙ্গীর, ইনামুল শিকারী, মো: লিঠু শেখ,শাহিদুল, মেহেদী হাসান, আল-মামুন, মীর সুমন, সৈয়দ মাসুদুল ইসলাম,শেখ আলী আহমেদ, ফকির রবিউল, সবুজ শেখ, সাবিদুল ইসলাম, পলাশ শেখ,সায়েম শেখ,হেলাল শেখ,সন্জয় শেখ,জিয়া শেখ,শেখ খালিদ,মোল্লা মিঠু, ইবাদাত আলী বাধন, নূর ইসলাম, নওশের শেখ, শরীফ শেখ প্রমূখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ কামাল হোসেন সাংবাদিকদের বলেন এটা আমাদের রুটিন ওয়ার্ক ছিলো,আমাদের মন্ত্রনালয় থেকে জানিয়েছে আইন শৃঙ্খলা মিটিংয়ে কারা থাকবে। তবে আমরা সামনের মিটিং থেকে সকল সুধীজনদের নিয়ে করবো এমন একটা কথাবার্তা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি বা সিলেক্ট করা যাবে না।