হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফকিরহাট উপজেলার আহবায়ক মুরারী মোহন পাল কর্তৃক বাংলাদেশের সংবিধান পরিপন্থী এবং ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার কারনে ফকিরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ফকিরহাটের আটটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক সহ উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ পোষ্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করেছে এবং সেই সাথে সাথে উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির সঙ্গে তারা সকল সম্পর্ক স্থগিত করেছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ রাতে এ তথ্য জানানো হয়েছে।
ছবি সংযুক্তঃ
মনোতোষ কুমার রায়।
সভাপতি, ফকিরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাগেরহাট।