ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি ধারণ: রনি আহমেদ।

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় জামির শেখ (৫০)নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (২৩ জুন) সকাল ১১ টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটে উপজেলার আরা ফিলিং স্টেশন সংলগ্ন মোটরসাইকেল ও গ্রীন লাইন পরিবহন এর সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

মোটরসাইকেল আরোহী জামির শেখকে গুরুতর আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম নিশ্চিত করেছেন।

জানাগেছে, নিহত জামির শেখের বাড়ি ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামে।

ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মনিরুজ্জামান জানান, ওই ব্যক্তি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহটি পুলিশ হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি বা সিলেক্ট করা যাবে না।