মুনাওয়ার রনি, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে । বাংলা নববর্ষের দিনে রবিবার (১৪ এপ্রিল) “আমার বিদ্যালয় হবে আমার অংকার” প্রতিপাদ্য নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন FESA । বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম হাবিবুন নাহার এমপি । এর আগে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং FESA প্রধান উপদেষ্টা হাওলাদার মোজাহারুল হক উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর সকালে পান্তা ইলিশ এবং সারাদিন ব্যাপী বিভিন্ন আয়োজন যেমন প্রীতি ফুটবল ম্যাচ, চেয়ার সিটিং, বল নিক্ষেপ ও দিন শেষে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে স্মরনীয় করে রাখে বিদ্যালয়ের প্রাক্তনরা ।