বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।