রামপালে ফয়লাট যুব ক্লাবের উদ্যোগে ক্রিকেটলীগের প্লেয়ার ড্রাফট সমপন্ন

মুনাওয়ার রনি, রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত শেখ শহীদুল্যাহ স্মৃতি ক্রিকেটলীগ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় উপজেলার ফয়লাহাটে ফয়লাহাট যুব ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৪ টি স্থানীয় ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করে ৷ তারা হলো টিটি সুলতান, এন এ সুপার কিংস, জে এম ওয়ারিয়র্স, ভিগোরার্স ইলেভেন ৷ জানাগেছে, বিপিএল ফ্রাঞ্চাইজি প্লেয়ার ড্র্যাফ্টের আদলে রামপালে এটাই প্রথম ।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মুনাওয়ার রনির সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি কামাল গাজী । ফ্রাঞ্চাইজি টিমের পক্ষে এম আহমেদ রুবেল, মোঃ সজিব আলম, রাজু মলঙ্গী ও জাবিদুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন । এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক অমিত পাল, আব্দুল্লাহ শেখ, রবিউল ইসলাম রাকিব, রাজু শেখ ও তামিম হাসান সহ খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই ৷ বর্তমানে মাদকের ভয়াল থাবা এবং মোবাইলে আসক্তি থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে পড়াশুনার পাশাপাশি খেলাধূলার পরিবেশ সৃষ্টি করতে হবে ৷ স্থানীয় মাঠে খেলা ফিরাতে ফয়লাহাট যুব ক্লাব এই ক্রিকেটলীগের আয়োজন করেছে, ভবিষ্যতে অন্যান্য খেলাগুলোও শুরু হবে ।

আয়োজকরা জানান প্লেয়ার ড্রাফ্ট অনুষ্ঠান ল্যাব ওয়ান ডায়াগনিষ্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ ফিক্শ্চারের মাধ্যমে ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন হবে ।

উল্লেখ্য, এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রামপালের জনপ্রিয় মিডিয়া রামপাল টাইমস ৷ সহযোগী মিডিয়া পার্টনার দৈনিক প্রবাহ, দৈনিক প্রবর্তন, খুলনা টাইমস, অপরাধ চোখ, দৈনিক স্পন্দন, দৈনিক জন্মভূমি, খুলনার কাগজ, ফকিরহাট নিউজ টুয়েন্টিফোর ডট কম ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি বা সিলেক্ট করা যাবে না।