আকাশ পাল, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাংদিয়া স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৬০টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ শাহাজান বলেন, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ২৫শে জানুয়ারি বিকাল তিনটায়। ঐদিন সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
অনুষ্ঠানটির পরিচালনা করেন রাংদিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শফিক সোহাগ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী।
উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এম. এ. মতিন (সাবেক চেয়ারম্যান যাত্রাপুর ইউনিয়ন পরিষদ)।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ।