মুনাওয়ার রনি রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল রিপোর্টার্স ক্লাব (আরআরসি) ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আরআরসি সভাপতি সাংবাদিক খৈয়াম হোসেন ।
মঙ্গলবার (২ ডিসেম্বর ) বিকাল ৪টায় রামপাল সদরে প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিগত দিনের প্রতিষ্ঠানের নানা কর্মকান্ড ও ২০২৩ সালের আর্থিক বিবরনী তুলে ধরে পরবর্তী বছরের কার্যক্রম সম্পর্কে সদস্যদের সাথে আলোচনা করা হয় ৷ সাধারণ সম্পাদক অমিত পাল সদস্যদের উদ্দেশে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন।
বার্ষিক সাধারণ সভার দ্বীতিয় অধিবেশনে সকল সদস্যদের সম্মতিক্রমে সাংবাদিক খৈয়াম হোসেনকে সভাপতি (দৈনিক প্রবাহ) ও সাংবাদিক অমিত পাল (সময় কলকাতা টেলিভিশন) কে সাধারন সম্পাদক পুনঃনির্বাচিত করে পরবর্তী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ৷
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে সহ সাধারন সম্পাদক সুব্রত ঢালী সুব্র (ডিবিসি টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মুনাওয়ার রনি (দৈনিক প্রবর্তন), সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ইয়াছিন রাজু (দৈনিক গ্রামের কাগজ), ক্যাশিয়ার মোঃ রবিউল ইসলাম (দৈনিক জন্মভূমি ), দপ্তর সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ (দৈনিক স্পন্দন), ক্রিড়া সম্পাদক আবু তাহের (বাগেরহাট টাইমস) , কার্যনির্বাহী সদস্য লায়লা সুলতানা (দৈনিক নবকাল), কার্যনির্বাহী সদস্য মোঃ সাগর (ফটো সাংবাদিক অপরাধ চোখ), কার্যনির্বাহী সদস্য আতিয়ার পারভেজ, মোঃ তামিম হাসান , নাজমুস সাকিব জিলানী, রাতুল ইসলাম মুন্না, রাজু শেখ সহ ক্লাবের অন্যান্য সদস্য সাংবাদিক বৃন্দ ৷